মামুনুল হক: বিভেদের রাজনীতি ঠেকাতে ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই
১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা, ২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের পরিবার নিয়ে ঢাকা-১৩ আসনে নির্বাচনী জনসভা করেছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেওয়া বক্তব্যে তিনি বলেন, পরাজিত শক্তি চব্বিশের জুলাই বিপ্লবকে একাত্তরের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। এই ষড়যন্ত্র মোকাবিলার জন্য চব্বিশের নেতৃত্ব এবং বাংলাদেশের ইসলাম ও দেশপ্রেমিক শক্তি ১০ দলীয় নির্বাচনী ঐক্য গড়ে তুলেছে।