শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৬, ২২ জানুয়ারি ২০২৬

বেহেস্তের টিকিট বিক্রির অভিযোগ

বেহেস্তের টিকিট বিক্রির অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেহেস্তের টিকিট বিক্রির মাধ্যমে কেউ কেউ ভোট চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ বেহেস্তের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে। নির্বাচনের আগেই তারা মানুষকে ঠকাচ্ছে। নির্বাচনের পরে তারা কী করবে, সেটা সবাই বুঝে গেছে।

‘৭১ সালের চরিত্র’ স্মরণ করালেন

তারেক রহমান বলেন, যারা এসব কথা বলছেন, তাদের চরিত্র দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। “অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন যারা এসব বলছেন, তাদের ৭১ সালে দেশের মানুষ দেখেছে,”—এমন মন্তব্য করে তিনি ইতিহাসের পুনরাবৃত্তির ইঙ্গিত দেন।

ষড়যন্ত্র ও পোস্টাল ব্যালট ডাকাতির অভিযোগ

দেশে ও বিদেশে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট ডাকাতির চেষ্টা হচ্ছে। তাঁর ভাষায়, “যারা পালিয়ে গেছে তারা যেমন ভোট ডাকাতি করেছিল, একই রকম ষড়যন্ত্র আবার চলছে। এর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।”

ঐক্যবদ্ধ থাকার আহ্বান

তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব। জনগণকে সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান তিনি।

ধানের শীষে ভোট চাইলেন

ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে বিএনপি নবী করিম (সা.)–এর মতো ন্যায়পরায়ণতার সঙ্গে দেশ পরিচালনা করবে। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করবে।

ভোট ও বাকস্বাধীনতা হরণের অভিযোগ

বিগত দিনের কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষের রাজনৈতিক অধিকার ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। রাজনৈতিক ও বাকস্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছরে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সবার আগে

তারেক রহমান বলেন, গত ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। তাই বলেছি-দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তাঁর বক্তব্যে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়।

উন্নয়নের নামে লুটপাটের অভিযোগ

তিনি বলেন, উন্নয়নের নামে লুটপাট করে টাকা বিদেশে পাচার করা হয়েছে। তথাকথিত উন্নয়নের নামে জনগণের অর্থ লুট করে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই অবস্থার পরিবর্তন করতেই বিএনপি ক্ষমতায় যেতে চায়।

গুম-খুন ও নিপীড়নের অভিযোগ

তারেক রহমান বলেন, যারা পালিয়ে গেছে এবং যারা বাকস্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তারাই ইলিয়াস আলীর মতো শত হাজার মানুষকে হত্যা করেছে। লাখ লাখ মানুষকে গুম-খুনের মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

২০২৪ সালের ত্যাগের কথা

লাখ লাখ মানুষের এই জমায়েতের জন্য হাজারো মানুষ ২০২৪ সালে জীবন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের গণতন্ত্রকামীরা। ২০২৪ সালের ৫ আগস্ট স্বাধীনতাকে রক্ষা করেছে।

টেক ব্যাক বাংলাদেশ’ প্রসঙ্গ

নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পূরণ করেছি, স্বৈরাচার মুক্ত করেছি। গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে।

নারীদের জন্য পরিকল্পনা

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল। ভবিষ্যতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা–বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনার কথাও জানান তিনি।

সিলেটে প্রথম সফর

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই প্রথম সিলেট সফরে এসেছেন তারেক রহমান। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম সিলেট সফর।

একদিনে একাধিক জনসভা

একই দিনে সিলেটের পর মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জে জনসভা ও পথসভা করার কথা রয়েছে তারেক রহমানের।

মাজার জিয়ারত ও কবর জিয়ারত

বুধবার রাত আটটার দিকে আকাশপথে সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করেন। পাশাপাশি হযরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরেও শ্রদ্ধা জানান।

শ্বশুরবাড়িতে যাত্রা

মাজার ও কবর জিয়ারতের পর তিনি দক্ষিণ সুরমার বিরাইমপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে যান।

২০ বছর পর সিলেটে প্রত্যাবর্তন

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর সিলেটে ফিরে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়