ইতিহাস সাক্ষ্য দেয় : নিরাপত্তার কারণে বিশ্বকাপ বর্জন নতুন নয়
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবার অনিশ্চিত বলে মনে করা হচ্ছে। ভারতের মাটিতে নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে শুরু থেকেই শঙ্কার কথা জানিয়েছিল বাংলাদেশ। এই কারণে বিসিবির পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছিল, যাতে বিকল্প ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করা হয়। বিশেষত এবারের বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা হওয়ায় বাংলাদেশ মনে করেছিল, শ্রীলঙ্কায় খেলাটাই তুলনামূলক নিরাপদ ও শ্রেয়। কিন্তু আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের এই দাবিটি গ্রহণ করেনি।
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ১৪:১৫