দাপুটে জয়ে সুপার সিক্স নিশ্চিত করল বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নামিবিয়াকে পাত্তাই দিল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। কীর্তিপুরে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ জিতেছে ৮০ রানের বিশাল ব্যবধানে। তাতেই ‘এ’ গ্রুপের প্রথম দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত করল লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৪ রান করে বাংলাদেশ। জবাবে মাত্র ৬৪ রানেই গুটিয়ে যায় নামিবিয়ার ইনিংস।
ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। পুরো ইনিংসে বড় স্কোর সংগ্রহ করতে পারেননি কোনো ব্যাটার। তবে ওপেনার দিলারার দুর্দান্ত সূচনা ও স্বর্ণা আক্তারের দারুণ ফিনিশিংয়ে মোটামুটি একটা সংগ্রহ পেয়ে যায় বাঘিনীরা। এছাড়া দলীয় স্কোরে গুরুত্বপূর্ণ অবদান রাখে শবানা ও জ্যোতির ইনিংস।
দলের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংসটি খেলেন শবানা মোস্তারি। ২৫ রান করেন দিলারা আক্তার। এছাড়া স্বর্ণা আক্তার ২৩, নিগার সুলতানা জ্যোতি ২১, শারমিন আক্তার ১৩ ও রাবেয়া খান ১১ রান করেন। বাকি ব্যাটাররা দুই অঙ্কের স্পর্শ করতে পারেননি।
রান তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি নামিবিয়ার ব্যাটাররা। দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন মাত্র দুজন ব্যাটার। সর্বোচ্চ ১৯ রান আসে ওপেনার সুনে উইটম্যানের ব্যাট থেকে। আর ১২ রান করেন উইকেটরক্ষক ব্যাটার গোরাসেস।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। আর তিনটি করে উইকেট পেয়েছেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন।





































