মুন্সীগঞ্জে বিএনপি প্রার্থীর নির্বাচনী মিছিলে সংঘর্ষ, অন্তত ৪ আহত
মুন্সীগঞ্জ-২ আসনের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার মিছিল থেকে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দিঘিরপাড় বাজার থেকে মিছিল বের হয়। বিএনপি নেতা শামিম মোল্লার সমর্থকরা প্রার্থী আব্দুস সালাম আজাদের পক্ষে মিছিল নিয়ে কামারখাড়া এলাকায় গেলে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার খান সমর্থকদের সঙ্গে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়।
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ১৭:১৫