পিরোজপুরে ইমাম সমাবেশে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে পিরোজপুরে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা হ্যাঁ ভোটের পক্ষে বিভিন্ন বক্তব্য দেন এবং সকল মসজিদে মুসল্লিদের ভোটের গুরুত্ব বোঝানোর জন্য ইমামদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান। পিরোজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মশিউর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। স্বাগত বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির বরিশাল বিভাগীয় কমিশনার আব্দুল হাই নিজামীসহ জেলার সকল মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনরা।





































