মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নুরের নির্বাচনী প্রচারণা শুরু
মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে নিজ বাড়ির সামনে শায়িত প্রয়াত মায়ের কবর জিয়ারত করেন তিনি। এ সময় মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন নুরুল হক নুর।
মায়ের প্রতি নুরের গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় মুগ্ধ হয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা জানান, নুর তাদের এলাকার গর্বিত সন্তান। নিজ মাতৃভূমি গলাচিপা–দশমিনা আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় তারা আনন্দিত।
স্থানীয়দের ভাষ্য, নুরুল হক নুর আগে থেকেই একজন মাতৃভক্ত মানুষ। বিভিন্ন রাজনৈতিক সভা ও বক্তব্যে তিনি বারবার তার মায়ের স্মৃতিচারণ করে থাকেন। সম্প্রতি দশমিনা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক স্মরণসভায় নুর বলেন,‘আমার স্বপ্ন ছিল মেডিকেলে পড়ার। কারণ ছোটবেলায় মাকে জন্ডিসে আক্রান্ত হয়ে সঠিক চিকিৎসার অভাবে হারিয়েছি।’
স্থানীয়রা জানান, মায়ের প্রতি নুরের এমন গভীর ভালোবাসা তাদের হৃদয় ছুঁয়ে গেছে। তারা আসন্ন নির্বাচনে নুরের সাফল্য কামনা করেন।
কবর জিয়ারতের সময় গণঅধিকার পরিষদ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনের ঘোড়া প্রতীকের সঙ্গে। একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহম্মদ শাহ আলম দাঁড়িপাল্লা প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মু. আবু বক্কর ছিদ্দিকী হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।





































