ঢাকা বোর্ড
৯ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ২৮ জানুয়ারির মধ্যে
২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। সে অনুযায়ী, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজকে আগামী ২৮ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত এবং ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো অবস্থায় বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। সময়মতো রেজিস্ট্রেশন না হলে এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।
এ ছাড়া, অন্য বোর্ড থেকে টিসির (ছাড়পত্র) মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, পৃথক এক বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২৫ সালে (২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে) দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিদ্যালয় পরিবর্তন বা ছাড়পত্র গ্রহণের জন্য অনলাইনে আবেদন করার সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থায় বিদ্যালয় পরিবর্তন বা ছাড়পত্র গ্রহণের সুযোগ দেওয়া হবে না। তাই শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করতে হবে।





































