শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৫, ২২ জানুয়ারি ২০২৬

কুমিল্লায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ১০

কুমিল্লায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ১০

কুমিল্লার হোমনায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মতিন খানের গাড়িবহরে হামলা করা হয়েছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার সদরের ওভার ব্রিজের ওপর এ হামলার ঘটনা ঘটে। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূইয়ার অনুসারীরা এ হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, কুমিল্লা-২ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন খান হোমনা উপজেলার শ্রীমদ্দি যাচ্ছিলেন। তার গাড়িবহর হোমনা উপজেলা সদর থেকে বেরিয়ে হোমনা ওভার ব্রিজের ওপর এলে একদল দুর্বৃত্ত তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় মতিন খানের অনুসারীরা হামলাকারীদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মতিন খান বলেন, আমি শ্রীমদ্দি এলাকায় একটি গণসংযোগে যাচ্ছিলাম। পথিমধ্যে বিএনপির প্রার্থী সেলিম ভূইয়ার অনুসারীরা আমার গাড়ি বহরে হামলা করে। সেলিম ভূইয়া তার পরাজয় নিশ্চিত জেনে আমাকে মাঠ ছাড়া করতে চান।

অভিযোগের বিষয়ে কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, এই হামলার বিষয়ে আমি কিছু জানি না। আমি ঢাকায় আছি। খোঁজ নিয়ে জেনেছি মতিন সাহেব এক আওয়ামী লীগ নেতার বাড়ি যাচ্ছিলেন। কে বা কারা হামলা করেছে আমি জানি না।

হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়