লন্ডনে জমকালো আয়োজনে শেষ হলো ত্রয়োদশ বাংলায় বইমেলা
বাঙালিদের প্রবাসযাত্রার ইতিহাস বিস্ময়কর এবং প্রবাসযাপন সংগ্রামমুখর।নানা রকম সমস্যা ও দুর্যোগপূর্ন পরিবেশে তারা শুধু জীবনযাপন করেননি,সংস্কৃতিরও লালন করেন।প্রতিষ্ঠা করেন অর্থনৈতিক,রাজনৈতিক,সাংস্কৃতিক আদিপত্য।যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। বিশ্বের যে ক’টা শহর প্রথম সারি দখল করে আছে তার মধ্যে লন্ডন অন্যতম।আবার কারো জন্য লন্ডন স্বপ্নের শহর।
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৯