শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ২০ জানুয়ারি ২০২৬

মালদ্বীপে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

মালদ্বীপে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানী মালের একটি অভিজাত স্টার হোটেলে আয়োজন করা হয় অনুষ্ঠানের।

সভায় সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান এবং সভা সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি মো. এমরান হোসেন তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালদ্বীপ বিএনপির সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্র, মুক্ত গণমাধ্যম ও আধুনিক রাষ্ট্রব্যবস্থার প্রবর্তক হিসেবে স্মরণ করেন। তারা বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে একটি স্বনির্ভর ও উন্নয়নমুখী রাষ্ট্রে রূপান্তরে তার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সভা শেষে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মো. মাসুম বিল্লাহ। পরে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

অনুষ্ঠানে মালদ্বীপে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়