শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২, ১৭ জানুয়ারি ২০২৬

কুয়ালালামপুর ও আম্পাংয়ে অভিযান: বাংলাদেশিসহ ২১৭ অবৈধ অভিবাসী আটক

কুয়ালালামপুর ও আম্পাংয়ে অভিযান:  বাংলাদেশিসহ ২১৭ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়া এবং সেলাঙ্গর রাজ্যের আম্পাং জায়ায় একযোগে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ অন্তত ২১৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় শুরু হওয়া অভিযান দুপুর ২টা পর্যন্ত চলে। অভিযানে স্থানীয় নাগরিক ও বিদেশিসহ মোট ১,৫৩০ জনের কাগজপত্র যাচাই করা হয়।

অভিযানের বিবরণ:

কোতারায়া, বাংলা মার্কেট: ৮৭৬ জনের নথিপত্র যাচাই, যার মধ্যে ৬৫২ জন বিদেশি ও ২২৪ জন স্থানীয় নাগরিক।

গ্যালাক্সি আম্পাং: ৬৫৪ জন তল্লাশি, যার মধ্যে ৩৯৪ জন বিদেশি ও ২৬০ জন স্থানীয়।

অবৈধ অভিবাসীদের জাতীয়তা ও লিঙ্গ:

মিয়ানমার: ১৭ পুরুষ, ৭২ নারী

ইন্দোনেশিয়া: ২০ পুরুষ, ৪০ নারী

ফিলিপিন্স: ৫ পুরুষ, ৪৬ নারী

বাংলাদেশ: ৩ পুরুষ

ভারত: ৩ পুরুষ, ২ নারী

নেপাল: ৫, পাকিস্তান: ২, নাইজেরিয়া: ১, জার্মানি: ১

উপ-মহাপরিচালক লোকমান এফেন্দি রামলি জানান, আটককৃতদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসা মেয়াদ উত্তীর্ণ হওয়া, পাস শর্ত লঙ্ঘন এবং ভুয়া ন্যাশনাল আইডি কার্ড ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। অভিযান চলাকালীন অনেকে পালানোর চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরতে সক্ষম হয়।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে মালয়েশিয়ায় ১৩,৯১০টি অভিযানে ৯২,৩৬০ জন অবৈধ অভিবাসী ও ২,১৬৩ জন নিয়োগকর্তা গ্রেফতার হয়েছে। চলতি বছরের প্রথম ১৭ দিনে দেশব্যাপী ৫০০টিরও বেশি অভিযান চালানো হয়েছে, যেখানে ১,৭৬০ অভিবাসী এবং ৩৫ নিয়োগকর্তা আটক হয়েছেন।

লোকমান এফেন্দি জানান, কোনো নিয়োগকর্তা বা স্থানীয় নাগরিক যেন অবৈধ অভিবাসীদের আশ্রয় না দেয়। আটককৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়