শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৪, ২২ জানুয়ারি ২০২৬

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটপ্রক্রিয়া সহজীকরণে মতবিনিময় সভা

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটপ্রক্রিয়া সহজীকরণে মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ভোটপ্রদান প্রক্রিয়া সহজ করা এবং পোস্টাল ব্যালট সংগ্রহ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় প্রবাসীদের ভোগান্তি ও জটিলতা দ্রুত নিরসনের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নিজ দেশের সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নিবন্ধিত প্রবাসী ভোটাররা গত বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপের মাধ্যমে ভোট প্রদান শুরু করেছেন। ভোটারদের নির্দেশনা অনুযায়ী, ভোটের হলুদ খামে সংরক্ষিত ব্যালট আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে।

নির্বাচন কমিশনের তথ্য মতে, বিশ্বের ১২১টি দেশে মোট ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে ইতোমধ্যেই পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ—সৌদি আরব, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন—এ নিবন্ধিত প্রবাসী ভোটারের সংখ্যা ৪ লাখ ৬০ হাজারেরও বেশি, যা মোট প্রবাসী ভোটারের একটি বড় অংশ।

মতবিনিময় সভা কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, ক্রীড়া সংগঠক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় পোস্টাল ব্যালট সংগ্রহ, ভোট প্রদান প্রক্রিয়া এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন প্রবাসী নেতৃবৃন্দের কাছে জানতে চান, তারা পোস্ট অফিস থেকে পোস্টাল ব্যালট সংগ্রহে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কি না। প্রবাসীরা এ সময় বিভিন্ন ভোগান্তি ও জটিলতার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত আশ্বস্ত করে বলেন, দূতাবাস পোস্টাল ব্যালট সংক্রান্ত সকল প্রতিবন্ধকতা দ্রুত নিরসনে উদ্যোগ গ্রহণ করবে। তিনি ভোটের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি সতর্ক করেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী ভোটের গোপনীয়তা ভঙ্গ বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে নির্বাচন কমিশন কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে। কুয়েতে মোট ৩৫,৩৮৬ জন প্রবাসী ভোটার আবেদন করেছিলেন; এর মধ্যে ৩৫,২৬২ জনের আবেদন অনুমোদিত হয়েছে, যাদের মধ্যে ৫২৪ জন নারী ভোটার। প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের ক্ষেত্রে কুয়েতে বিভিন্ন সংগঠনের সক্রিয় ভূমিকা ও সহযোগিতা প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

জনপ্রিয়