রাঙামাটিতে পূর্বঘোষিত ছাড়াই পরিবহন ধর্মঘট, যাত্রীরা বিপাকে
সৌদিয়া পরিবহনের সঙ্গে বিরোধের কারণে রাঙামাটিতে হঠাৎ যাত্রী পরিবহন ধর্মঘট চলছে। এতে সাধারণ মানুষ ও পর্যটকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
আজ সকাল থেকে রাঙামাটি থেকে দূরপাল্লার কোনো বাস ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বান্দরবন ও খাগড়াছড়িতে যেতে পারছে না। পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আদালতের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে।
স্থানীয় সূত্র ও পরিবহন নেতারা জানিয়েছেন, রাঙামাটি থেকে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য জেলার পরিবহনগুলো দীর্ঘদিন ধরে মালিক সমিতির সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে চলাচল করছে। তবে সৌদিয়া পরিবহন একতরফাভাবে তাদের গাড়ি পরিচালনা শুরু করেছে। এতে রাঙামাটি-চট্টগ্রাম দূরপাল্লার পরিবহন খাতে তীব্র সংঘাত সৃষ্টি হয়েছে।
বিটিএমএ সূত্রে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত নিয়ম ও সমন্বয় ছাড়া কোনো পরিবহন চালানো ঠিক নয়। এর মধ্যে সৌদিয়া পরিবহন তাদের গাড়ি চালাচ্ছে, যা স্থানীয় পরিবহন মালিকদের অভিযোগ ও ধর্মঘটের কারণ হয়েছে।
নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করছেন, যাত্রীদের জীবন যাত্রা বিপর্যস্ত করে ধর্মঘট চালানো কোনো যুক্তিসঙ্গত কাজ নয়। এটি সাধারণ মানুষকে জিম্মি করে।
রাঙামাটি বাসী প্রশাসন ও পরিবহন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, অযৌক্তিক ধর্মঘট তাত্ক্ষণিকভাবে প্রত্যাহার করা হোক এবং পরিবহন সেক্টরে নৈরাজ্য বন্ধ করে জনদূর্ভোগ দূর করা হোক।





































