বিশ্বকাপে খেলা অনিশ্চিত, মিরাকলের আশা বিসিবি সভাপতির
সব দরজা প্রায় বন্ধ, তবু পুরোপুরি আশা ছাড়ছেন না তিনি। আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্তে বাংলাদেশের সামনে কার্যত একটি পথই খোলা থাকলেও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এখনো বিশ্বকাপ স্বপ্নকে একেবারে বিদায় জানাননি। কঠিন বাস্তবতার মাঝেই তিনি ভরসা রাখছেন অপ্রত্যাশিত কোনো মোড়—একটি ‘মিরাকল’-এর ওপর।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ সামনে এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আবেদন করেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বদলে শ্রীলঙ্কায় যেন বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করা হয়। বিষয়টি নিয়ে একাধিক দফা আলোচনা হলেও আবেদনটি গ্রহণ করেনি আইসিসি।
সবশেষ বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বোর্ড সভায় ভোটাভুটির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়—টুর্নামেন্টের সূচি ও ভেন্যুতে কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে।
তবু বিসিবির অবস্থান বদলায়নি। ভারতে না খেলার সিদ্ধান্তে এখনো অনড় বোর্ড। এই জটিল সমীকরণের মাঝেই বুলবুলের কণ্ঠে শোনা যাচ্ছে ভিন্ন সুর—পরিস্থিতি যত কঠিনই হোক, শেষ মুহূর্তে অপ্রত্যাশিত কোনো সমাধান বেরিয়ে আসতে পারে, সেই আশাই তিনি ধরে রাখতে চান।
বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ততই সংকুচিত হচ্ছে বিকল্পের পরিসর। এখন দেখার বিষয়, এই ‘মিরাকল’ আদৌ আসে কি না, নাকি বাস্তবতাই শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।





































