আল নাসরকে জিতিয়ে ১০০০ গোলের আরও কাছে রোনালদো
শিরোপা দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না। চাপের সেই ম্যাচে অভিজ্ঞতার ঝলক দেখিয়ে কাজটা ঠিকই করে দেখাল আল নাসর। সৌদি প্রো লিগে বুধবার রাতে অ্যাওয়ে ম্যাচে দামাস এফসিকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে দলটি। এই জয়ে লিগের শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে এসেছে মাত্র চার পয়েন্টে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় আল-নাসর। পাঁচ মিনিটও পূর্ণ হয়নি, তার আগেই লিড এনে দেন আব্দুলরহমান ঘারিব। ডান প্রান্ত দিয়ে কিংসলি কোমানের তৈরি করা সুযোগ থেকে দারুণ নিয়ন্ত্রণে বল জালে পাঠান তিনি।
প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেলেও ফিনিশিং ব্যর্থতায় তা কাজে লাগাতে পারেনি আল-নাসর। জোয়াও ফেলিক্সের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে, আরেকটি যায় লক্ষ্যের বাইরে। একটি হ্যান্ডবলের ঘটনায় পেনাল্টির দাবি উঠলেও রেফারির বাঁশি বাজেনি। অন্যদিকে দামাকও মাঝে মধ্যে আক্রমণ করে ভীতি ছড়ায়, যদিও অফসাইডে একটি গোল বাতিল হয়।
বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেলিক্সের থ্রু পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান তিনি। এটি ছিল রোনালদোর পেশাদার ক্যারিয়ারের ৯৬০তম গোল—ফুটবল ইতিহাসে ১,০০০ গোলের মাইলফলক থেকে এখন তিনি মাত্র ৪০ গোল দূরে।
৬৮ মিনিটে কর্নার থেকে জামাল হারকাসের হেডে গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় দামাক। এতে শেষ দিকে কিছুটা চাপে পড়ে আল-নাসর। এমনকি শেষ দশ মিনিটে রোনালদো আবারও জাল খুঁজে পেলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
তবে শেষ পর্যন্ত আর বড় বিপদ হয়নি। দুই গোলের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে আল-নাসর।





































