শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

প্রকাশিত: ১৭:৫৫, ২২ জানুয়ারি ২০২৬

নাহিদ ইসলাম: ফ্ল্যাটের প্রতিশ্রুতিদাতারাই বস্তিতে আগুন দিয়েছেন

নাহিদ ইসলাম: ফ্ল্যাটের প্রতিশ্রুতিদাতারাই বস্তিতে আগুন দিয়েছেন

 জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আজ বৃহস্পতিবার মিরপুর-১০ নম্বর আদর্শ স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বলেন, যাঁরা বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁরা বস্তিতে আগুন দিয়ে উচ্ছেদ করেছেন।

তিনি আরও বলেন, আমরা শুনছি কার্ড দেওয়া হবে, অথচ ঋণখেলাপিদের সংসদে নেওয়ার প্রক্রিয়া চলছে। বস্তিবাসীর জন্য নিরাপদ জীবন ও ফ্ল্যাটের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা প্রয়োজন। যেসব নেতৃবৃন্দ মানুষের আশা ভঙ্গ করছেন, তাদের প্রতি মানুষকে সতর্ক হতে হবে।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু ও সমানভাবে পরিচালিত হতে হবে। ইসি সকলের সঙ্গে সমান আচরণ নিশ্চিত করতে হবে, না হলে আমরা আবার মাঠে নামব।” তিনি বর্তমান পরিস্থিতিকে “বাংলাদেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র” বলে আখ্যায়িত করে বলেন, “আধিপত্য, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। দেশের মানুষ বুঝে যাবে কারা সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে।

এনসিপি নেতা আরও যোগ করেন, এবারের নির্বাচন শুধু সরকার নয়, দেশ বদলের নির্বাচন। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে পরিবারতন্ত্র ও দুর্নীতিবাজদের মোকাবিলা করতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়