কড়াইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে ও দলের যুগ্ম মহাসচিব তারেক রহমান বলেছেন, তার রাজনীতি সাধারণ মানুষের জন্য এবং এর লক্ষ্য হলো নাগরিকদের জীবনমান উন্নয়ন। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীতে কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, আমি আপনাদের এলাকারই সন্তান। স্বাধীনতা পরবর্তী সময়ে যে বাড়িতে বড় হয়েছি, স্বৈরাচারি সরকার কীভাবে তা ভেঙে দিয়েছে, তা আপনি সকলেই দেখেছেন। আমি এখন আপনাদের সন্তান। আমি আপনার পাশে থাকবো, এই এলাকার মানুষের পাশে থাকবো।
তিনি কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “যার জন্য আজকের দোয়া মাহফিল, তিনি যখন বেঁচে ছিলেন মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন। আমাদের রাজনীতি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের দিকে আমরা লক্ষ্য রাখি। আগামীদিনে মানুষকে কল্যাণমূলক সেবা দিতে চাই।”
তারেক রহমান আরও জানান, বিশেষভাবে মা-বোনেরা যাতে সচ্ছলভাবে জীবন চালাতে পারেন, সেজন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। পাশাপাশি কৃষি কার্ডসহ অন্যান্য কল্যাণমূলক কার্যক্রমেও কড়াইলবাসীর সহযোগিতা এবং দোয়া কামনা করেন তিনি।
তিনি কড়াইলবাসীর সন্তানদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং খেলাধুলার সুযোগ সমানভাবে নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তার বক্তব্য, দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষা সুবিধা পায়, কড়াইল বস্তির সন্তানরাও যেন একই সুবিধা পায়। একইরকম স্বাস্থ্যসেবা, খেলাধুলার ব্যবস্থা- সবকিছু আমরা নিশ্চিত করবো, যদি আল্লাহ চান।
এছাড়া, কড়াইলবাসীর জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান তিনি। দীর্ঘদিন ধরে বসবাসকারীদের কাছে এই ফ্ল্যাট হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান।





































