শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬, ১৬ জানুয়ারি ২০২৬

মায়ের শাড়িগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি: ফারিণ

মায়ের শাড়িগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি: ফারিণ

শোবিজ অঙ্গনে যেসব তারকা কম সময়ে পরিশ্রম ও প্রতিভা দিয়ে জায়গা করে নিয়েছে তাদের মধ্যে তাসনিয়া ফারিণ শীর্ষে রয়েছেন। তার সহজ সাবলীল অভিনয় ও পর্দায় নজরকাড়া উপস্থিতি দর্শকদের মন ছুঁয়ে গেছে। অভিনয় ছাড়াও সোশ্যাল মিডিয়ায় তার গ্ল্যামারাস উপস্থিতি নেটিজেনদের মুগ্ধ করে আসছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তাসনিয়া ফারিণ মায়ের শাড়ি পড়ে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে এক আবেগঘন পোস্ট করেন।

মায়ের শাড়ির প্রতি তার আজন্ম ভালোবাসার কথা জানিয়ে লেখেন, প্রত্যেকটা মেয়ের শাড়ি পরার শখ জন্মায় মাকে দেখে। ছোটবেলা থেকে আম্মুর আলমারি ভর্তি শাড়ি দেখতাম আর ভাবতাম কবে বড় হব। কবে বড়দের মতো শাড়ি পরে বিয়ে খেতে যাবো মজার মজার।‘

ফারিণ আরো লেখেন, ‘এখনো আম্মু কোনো শাড়ি কিনলে আম্মুর আগে আমারই পরা হয়। কিছু শাড়ি তো আমার মা কখনো পরেই নাই।’

ফারিণের কাছে পৃথিবীর সব দামী ব্রান্ডের চেয়েও মায়ের আলমারির শাড়িগুলোই বেশি সুন্দর। মায়ের শাড়ির প্রতি গভীর মমত্ববোধ জানিয়ে লেখেন, ‘আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি হচ্ছে আমার মায়ের শাড়িগুলো। আমার তো মনে হয় আম্মু আসলে কিছু শাড়ি আমার পরার জন‍্য ইচ্ছা করে কিনে আলমারিতে তুলে রাখে। মায়েরা হয়ত এমনি।’

উল্লেখ্য , ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তাসনিয়া ফারিণের অভিষেক হয়। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সাথে কাজ করেন। একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে।

সর্বশেষ

জনপ্রিয়