শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬, ২২ জানুয়ারি ২০২৬

শিহাব শাহীনের নতুন থ্রিলার সিরিজে জুটি গড়ছেন প্রীতম-মেহজাবীন

শিহাব শাহীনের নতুন থ্রিলার সিরিজে জুটি গড়ছেন প্রীতম-মেহজাবীন

 

রোমান্টিক গল্পের জন্য পরিচিত নির্মাতা শিহাব শাহীন এবার থ্রিলার ও অ্যাকশন ঘরানার একটি নতুন সিরিজ নির্মাণ করছেন। প্রথমবারের মতো এই সিরিজে জুটি গড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

নির্মাতা জানান, সিরিজের প্রাথমিক নাম ‘ক্যাকটাস’, তবে পরে পরিবর্তন হতে পারে। এটি তার ভিন্ন আঙ্গিকের কাজ হবে এবং দর্শকদের কাছে নতুন রূপে হাজির হবেন তিনি।

সিরিজের কেন্দ্রবিন্দু মানসিব নামে এক তরুণ হ্যাকার, যিনি সাধারণ জীবন থেকে ধীরে ধীরে স্পাইয়ে পরিণত হন। চরিত্রটি ফুটিয়ে তুলেছেন প্রীতম হাসান। নারী প্রধান চরিত্রে অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী।

এছাড়া সিরিজে দেখা যাবে মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম ও জাহিদুল অপু প্রমুখকে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, চলতি বছরই মুক্তি পাবে এই থ্রিলার-অ্যাকশন সিরিজ।

সর্বশেষ

জনপ্রিয়