শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ২২ জানুয়ারি ২০২৬

সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ও ট্রলিং রোধে ব্যবস্থা দাবি বুবলীর

সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ও ট্রলিং রোধে  ব্যবস্থা দাবি বুবলীর

চিত্রনায়িকা শবনম বুবলী জানিয়েছেন, বর্তমানে দেশে তারকাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন খবর, ব্যক্তিগত আক্রমণ ও মনগড়া ভিডিওর মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিৎ এবং সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা কামনা করেন।

বুবলী বলেন, মেয়েরা বর্তমানে একে অপরকে বেশি ট্রল করছে, এমনকি হিজাব পরা নারীরাও মিথ্যা ভিডিও ছড়িয়ে দিচ্ছে। তিনি মনে করেন, এটি ইসলামের নৈতিকতাকে অবমাননা করছে, কারণ ইসলামে গীবতকে জঘন্যতম কাজ হিসেবে গণ্য করা হয়।

এছাড়া বুবলী জানান, দেশের বাইরে শিল্পীদের ছোট করা হচ্ছে, যা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি চান, সাইবার ক্রাইম বিভাগ দ্রুত এসব বিষয় নজর দিয়ে আইনানুগ ব্যবস্থা নিক।

বুবলী বর্তমানে তার আসন্ন চলচ্চিত্র ‘পিনিক’-এর কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতি সিনেমার ‘আধাচাঁদ’ শিরোনামের একটি রোম্যান্টিক গান ‘ওয়ান টেক’-এ শুট করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বলে দাবি করেছেন প্রযোজক। তিনি ব্যক্তিগত বিষয়ে সরাসরি মন্তব্য না করে বলেন, বিষয়টি আলাদা সময় ও উপলক্ষে আলোচনা করা উচিত।

সর্বশেষ

জনপ্রিয়