শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪, ১৬ জানুয়ারি ২০২৬

আমি কম টাকায় করতে নারাজ : মিমি চক্রবর্তী

আমি কম টাকায় করতে নারাজ : মিমি  চক্রবর্তী

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তী বর্তমানে রাজনীতি ও রুপালি পর্দা—দুই ক্ষেত্রেই তুলনামূলকভাবে অনিয়মিত। গত বছর মাত্র একটি সিনেমা ও একটি ওয়েব সিরিজে দেখা গেলেও চলতি বছরে তার হাতে রয়েছে একাধিক কাজ। তবে পর্দায় উপস্থিতি কম থাকায় প্রচারের আলো থেকেও কিছুটা দূরেই রয়েছেন তিনি।

সম্প্রতি সমকালীন কাজ, বাংলা সিনেমার কনটেন্ট ও নিজের অবস্থান নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন মিমি চক্রবর্তী। আলোচনায় উঠে আসে বাংলা সিনেমার বর্তমান ধারা ও কনটেন্টের একঘেয়েমি প্রসঙ্গ।

বাংলা সিনেমার কনটেন্ট কি একটি নির্দিষ্ট ফরম্যাটে আটকে যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে মিমি বলেন,
“আমি তো প্রযোজক বা পরিচালক নই। তবে এটুকু বুঝতে পারি, এখন সবাই রিস্ক নিতে ভয় পান। এটা চলতে থাকলে কনটেন্টের ভ্যারিয়েশন আসবে না। একটা গণ্ডির মধ্যেই আমাদের ঘোরাফেরা করতে হবে।”
তিনি আরও যোগ করেন, “আমি কখনোই একঘেঁয়ে চরিত্র করিনি। ওটা আমি করতে পারব না।”

পর্দায় কাজ কমে যাওয়ার কারণ জানতে চাইলে মিমি স্পষ্ট করে বলেন, শুধুমাত্র কনটেন্ট নয়, পারিশ্রমিকের বিষয়টিও বড় কারণ।
তার কথায়, “আমি কম টাকায় অভিনয় করতে নারাজ। অভিনয়ের সঙ্গে যেমন আমি কম্প্রোমাইজ করি না, তেমনই পারিশ্রমিক নিয়েও দরদাম করতে পছন্দ করি না। এই কারণেই অনেক কাজ হাতছাড়া হয়েছে, অনেকেই আমায় ডাকেন না।”

নারীকেন্দ্রিক সিনেমা প্রসঙ্গে সহকর্মীদের সঙ্গে তুলনার প্রশ্ন উঠলে মিমি জানান, প্রস্তাবের অভাব ও ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান—দুটোই বাস্তবতা।
তিনি বলেন, “কিছু সিনেমা আর সিরিজ আমি করেছিও, কিন্তু সেগুলো নিয়ে আলোচনা কম হয়েছে। আমি এটা ধরেই নিয়েছি, ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক, বাবা, দাদা বা বড় কেউ নেই, তাদের প্রযোজনা সংস্থাও নেই। তাই আমার জন্য আলাদা করে কেউ গল্প লিখবেন না। যে কাজের প্রস্তাব পাই, নিজের পছন্দ অনুযায়ী বেছে নিই।”

২০২৪ সালে মিমিকে দেখা গেছে দুটি সিনেমায়। একই বছরে বাংলাদেশের আলোচিত সিনেমা ‘তুফান’-এর একটি আইটেম গানে তার পারফরম্যান্স দর্শকদের দারুণভাবে চমকে দেয়। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ‘রক্তবীজ টু’।

বর্তমানে মিমি চক্রবর্তীর হাতে রয়েছে দুটি সিনেমার কাজ। এর মধ্যে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন তিনি। পাশাপাশি ব্যস্ত সময় কাটাচ্ছেন সৃজিত মুখার্জি পরিচালিত ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার কাজ নিয়ে।

ঝুঁকি নেওয়ার অভাব, কনটেন্টের একরৈখিকতা ও নিজের পেশাদার অবস্থান—সব মিলিয়ে বাংলা ইন্ডাস্ট্রির বর্তমান চিত্র নিয়ে মিমির বক্তব্য নতুন করে আলোচনা উসকে দিল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

সর্বশেষ

জনপ্রিয়