পূজা চেরির ভিডিও ফাঁস!
অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বেশ কয়েকটি পেজে ভিডিওটি ভাইরাল হয়েছে। জানা গেছে, শুটিং সেট থেকে কেউ ভিডিওটি গোপনে ধারণ করে প্রকাশ করেছেন।
ভিডিওটির দৈর্ঘ্য ১৬ সেকেন্ড, যা নাচে-গানে ভরপুর। ভিডিওতে পূজা হলুদ শাড়িতে সাজে নাচছেন, চারপাশে তাকে ঘিরে রেখেছেন অন্যরা। এছাড়া সাজানো বিয়ে বাড়ির দৃশ্যও দেখা যাচ্ছে।
ভিডিওটি পাবনার ভাঙ্গুড়ায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালে ধারণ করা হয়েছে। শুটিংয়ে উৎসুক জনতার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল, ধারণা করা হচ্ছে এখান থেকেই ভিডিওটি ফাঁস হয়েছে।
ভক্তরা ভিডিওতে পূজার লুক ও পারফরম্যান্সকে প্রশংসা করছেন। সমালোচনা থাকলেও দর্শকদের আগ্রহ অটুট।
‘দম’ সিনেমার বিশেষত্ব- প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দুই ডাইনামিক অভিনেতা নিশো ও চঞ্চল চৌধুরীকে।
এই ছবিতে নিশো ও পূজা প্রথমবার জুটি হয়েছেন। প্রায় ১০ বছর পর ডলি জহুর সিনেমায় ফিরছেন। বিগ বাজেটের এই সিনেমা মুক্তির পর ভালো সাফল্য পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
ভিডিও ফাঁসের কারণে আলোচনা তীব্র হলেও, সিনেমার উত্তেজনা এবং অ্যাকশন এখন দর্শকদের মধ্যে অধীর আগ্রহ সৃষ্টি করেছে।





































