শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ১২ জানুয়ারি ২০২৬

গুড়ের সন্দেশে ভিন্ন আমেজে জন্মদিন উদযাপন রুনা খানের

গুড়ের সন্দেশে ভিন্ন আমেজে  জন্মদিন উদযাপন রুনা খানের

দেশজুড়ে খ্যাত অভিনেত্রী রুনা খান ১১ জানুয়ারি জন্মদিন উদযাপন করেছেন। ১৯৮৩ সালের এই দিনে জন্ম নেওয়া রুনা তার জন্মদিনের প্রথম প্রহর পরিবারের সঙ্গে কাটান। সারাদিনের শুটিং শেষে বাড়ি ফেরার পর তাকে স্বামী ও কন্যা চমক উপহার দেন। মেয়ে আগেই অর্ডার করা রুনার প্রিয় গুড়ের সন্দেশ উপহার দেন, আর স্বামী দেন সুসজ্জিত জামদানি শাড়ি।

রুনা বলেন, “জন্মদিনও অন্য দিনের মতো একটি দিন। তবে জন্ম সার্থক হবে যদি আমার বিশ্বাস ও নৈতিকতা বজায় রেখে অর্থবহ কিছু করতে পারি।” তিনি তার পরিবার, বন্ধু ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অভিনয় নিয়ে রুনার ব্যস্ততা কমেনি। বড় ও ছোট পর্দায় সমানভাবে প্রতিভা প্রদর্শন করছেন তিনি। জনপ্রিয় সিনেমার মধ্যে আছে ছিটকিনি, হালদা, গহীন বালুচর, নীলপদ্ম, আর ছোটপর্দার ধারাবাহিক ফ্যামিলি ক্রাইসিস, কষ্টনীড়, আন্তঃনগর, অসময় দর্শকপ্রিয়। বর্তমানে তিনি রক্তছায়া, চলচ্চিত্র: দ্য সিনেমা, স্বপ্ন, নিদ্রাসূর, বালুঘড়ি, উনাদিত্য শুটিংয়ে ব্যস্ত।

রুনার জন্মদিন উদযাপন স্মরণ করিয়ে দেয়, সুখ-আনন্দ বড় আয়োজন নয়, ছোট ছোট মুহূর্তে প্রিয়জনদের সঙ্গে ভাগ করলে মধুর হয়ে ওঠে।

সর্বশেষ

জনপ্রিয়