শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

ইউকে প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৭, ৯ জানুয়ারি ২০২৬

ব্রিটেনের আকাশে এ কোন রং!

ব্রিটেনের আকাশে এ কোন রং!

ঝড়ের প্রভাবে ব্রিটেনের আকাশে গোলাপি আভা দেখা দিয়েছে। স্টর্ম গোরেট্টির প্রভাবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় ভারী তুষারপাতের সময় ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের আকাশে দেখা যায় ঝলমলে গোলাপি রঙ। বিশেষ করে বার্মিংহাম শহর এবং স্ট্যাফোর্ডশায়ারের হেডনেসফোর্ড এলাকায় এই বিরল দৃশ্য নজর কাড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, তুষারপাতের মধ্যে আকাশজুড়ে ছড়িয়ে আছে উজ্জ্বল গোলাপি আভা। 

দেশটির সংবাদমাধ্যম বিবিসি'র আবহাওয়া উপস্থাপক সাইমন কিং জানান, মেঘের ঘনত্ব ও পড়তে থাকা তুষারের কারণে এমনটি হয়েছে। তিনি বলেন, বার্মিংহাম সিটির ফুটবল মাঠ সেন্ট অ্যান্ড্রুজের আলো এই রঙিন আভা তৈরির একটি উৎস হতে পারে।

এদিকে, হেডনেসফোর্ড টাউন ফুটবল ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, সপ্তাহের শুরুতে দেখা যাওয়া একই ধরনের আলো।

সর্বশেষ

জনপ্রিয়