এয়ারবাসে বড় ত্রুটি, বিঘ্নিত হতে পারে হাজার হাজার ফ্লাইট
তীব্র সৌর বিকিরণের কারণে ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারে হস্তক্ষেপের ঝুঁকি ধরা পড়ায় বিশ্বজুড়ে হাজারো এয়ারবাস বিমান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। প্রায় ছয় হাজার এ৩২০ সিরিজের বিমান এই সমস্যার কারণে প্রভাবিত হয়েছে। এ সংখ্যা ইউরোপীয় নির্মাতা সংস্থার বৈশ্বিক বহরের প্রায় অর্ধেক।
শনিবার (২৯ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এয়ারবাস জানিয়েছে, অধিকাংশ বিমানে মাত্র তিন ঘণ্টার একটি দ্রুত সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব। তবে প্রায় ৯০০ পুরনো মডেলের বিমানে অনবোর্ড কম্পিউটার সম্পূর্ণভাবে বদলাতে হবে, যতক্ষণ না তা সম্পন্ন হচ্ছে ততক্ষণ তারা যাত্রী বহন করতে পারবে না।
যুক্তরাজ্যের বিমান নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, কিছু ফ্লাইটে বিলম্ব এবং বাতিলের ঘটনা ঘটতে পারে। যদিও দেশের বেশিরভাগ বড় বিমানবন্দরে প্রভাব সীমিত।
গ্যাটউইক কিছুটা ব্যাঘাতের কথা জানালেও হিথরো জানিয়েছে, এখনো কোনো বড় সমস্যা হয়নি।





































