শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৩, ২২ জানুয়ারি ২০২৬

এডিপি বাস্তবায়ন উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের প্রধান হাতিয়ার: দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা

এডিপি বাস্তবায়ন উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের প্রধান হাতিয়ার: দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন সরকারের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার। এর সফল বাস্তবায়নের ওপরই নির্ভর করছে জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করা এবং উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া।

তিনি আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, সরকার একটি সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কাঠামো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যে গৃহীত প্রকল্পগুলো নির্ধারিত সময়, ব্যয় ও মান বজায় রেখে বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব।

তিনি বলেন, পর্যালোচনায় দেখা যাচ্ছে, কিছু প্রকল্পে সন্তোষজনক অগ্রগতি অর্জিত হলেও এখনও বেশ কয়েকটি প্রকল্পে বাস্তবায়নের গতি প্রত্যাশার তুলনায় কম। যেসব প্রকল্পে বারবার বিলম্ব হচ্ছে, সেগুলোর কারণ চিহ্নিত করে দ্রুত সমাধানমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রকল্প পরিচালকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, প্রকল্প পরিচালকরা প্রকল্প বাস্তবায়নের মূল চালিকাশক্তি। তাঁদের পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার ওপরই প্রকল্পের সাফল্য নির্ভর করে। সরকারের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। জনগণের করের অর্থ যেন বাস্তব উন্নয়নে রূপ নেয়—এটাই আমাদের লক্ষ্য।

সভায় জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে মোট ১১টি প্রকল্প রয়েছে, যার মধ্যে ১০টি বিনিয়োগ প্রকল্প এবং একটি কারিগরি প্রকল্প। এসব প্রকল্পের অনুকূলে চলতি অর্থবছরে মোট বরাদ্দের পরিমাণ ২ হাজার ১০৭ কোটি ৭২ লাখ টাকা। ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৫৫০ কোটি ৯৮ লাখ টাকা। এ পর্যন্ত প্রকল্পগুলোর গড় বাস্তবায়ন অগ্রগতি ১৭ দশমিক ৫৪ শতাংশ।

এছাড়াও সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ, বিভিন্ন সংস্থার প্রধান, প্রকল্প পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়