ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ৫০ বিদেশি সাংবাদিক ও ৭৮ পর্যবেক্ষক আগ্রহী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত অন্তত ৫০ জন বিদেশি সাংবাদিক এবং ৭৮ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে মোবাইল ব্যাংকিং সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, বর্তমানে ৮৩টি পর্যবেক্ষক প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে, যাদের মধ্যে ৩৬টি ইতিমধ্যেই অংশগ্রহণ নিশ্চিত করেছে। প্রাক নির্বাচনী পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বর্তমান পর্যবেক্ষক সংখ্যা ৫৬ হলেও ভোটের সময় তা ২৭৫ জনে পৌঁছাবে।
এবার সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হবে। তাই ভোট গণনায় স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে। নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিং সেবা পুরোপুরি বন্ধ না হলেও লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা (‘লিমিট’) থাকবে।
আখতার আহমেদ আরও জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা বর্তমানে ১,৯৯১ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন এবং নারী প্রার্থী ৭৬ জন। ঢাকা-১২ আসনে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী লড়ছেন, আর পিরোজপুর-১ আসনে সর্বনিম্ন ২ জন প্রতিদ্বন্দ্বী।
আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ হাজার বিএনসিসি সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী প্রচারণার আড়ালে ভোটারদের এনআইডি সংগ্রহ বা হস্তান্তরের ঘটনা কমিশনের নজরে এসেছে জানিয়ে সচিব বলেন, সব প্রার্থী ও দলকে সতর্ক করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এছাড়া প্রমাণসহ ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিতে লিখিত অভিযোগ দেয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
দ্বৈত নাগরিকত্ব বিষয়ে তিনি বলেন, যারা নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন কিন্তু দীর্ঘসূত্রতার কারণে আটকে আছেন, তাদের ক্ষেত্রে কমিশন কিছুটা নমনীয় হতে পারে। তবে আরপিও অনুযায়ী যে কোনো সময় অযোগ্যতার প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।





































