শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮, ২২ জানুয়ারি ২০২৬

ইউটিউব থেকে বাড়তি আয় করতে যা করবেন

ইউটিউব থেকে বাড়তি আয় করতে যা করবেন

ইন্টারনেটের এমন দাপুটে যুগে ইউটিউব শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয়; এটি এখন বিশ্বের কোটি কনটেন্ট ক্রিয়েটরের আয়ের উৎস। নতুন কনটেন্ট ক্রিয়েটররা প্রায়ই ভাবেন, প্রতি লাখ ভিউ থেকে তারা কত আয় করতে পারবেন, কী করলে দ্রুত পাওয়া যাবে গোল্ডেন বাটন– এমন প্রশ্নের সদুত্তর খুঁজতে সামনে এলো কিছু তথ্য।

ইউটিউব থেকে আয়ের প্রধান উৎস হলো গুগল অ্যাডসেন্স। ভিডিওচিত্রে বিজ্ঞাপন প্রদর্শিত হলে ও দর্শক তা উপভোগ করলে বা ক্লিক করলে, তখন নির্মাতার আয়ের পথ তৈরি হয়। আয়ের হিসাব সাধারণত সিপিএম (প্রতি মিলিয়ন খরচ) আর আরপিএম (প্রতি মিলিয়ন আয়) দিয়ে গণনা করা হয়।

আয় যখন দেশভিত্তিক

সাধারণত ভিউ থেকে আয় করার বিষয়টি অনেকাংশে দেশভিত্তিক হয়। স্থানীয় ভিত্তিতে প্রতি লাখ ভিউ থেকে পাঁচ থেকে আট হাজার টাকা আয় হতে পারে। তবে এটি ভিডিও কনটেন্টের বিষয়বস্তু, গবেষণা, দর্শকপ্রিয়তা, ভিডিওর দৈর্ঘ্য ও প্রদর্শিত বিজ্ঞাপনের সংখ্যার ওপর নির্ভর করে। ভ্রমণ, গবেষণা, অর্থ, তথ্যপ্রযুক্তি বা ব্যবসা-সংক্রান্ত ভিডিওতে সিপিএম বেশি থাকে, তাই আয় করার সম্ভাবনাও অনেক।

অন্যদিকে, বিনোদন বা ভ্লগের ভিডিওতে সিপিএম কম হওয়ায় আয় তুলনামূলক ও অপেক্ষাকৃত কম হয়।

ভিউ ছাড়াই আয়

শুধু ভিউ দিয়ে নয়, ইউটিউব থেকে আয় করার কয়েকটি বিশেষ কৌশল রয়েছে। এসবের মধ্যে চ্যানেল পৃষ্ঠপোষকতা, ব্র্যান্ড ডিল, অ্যাফিলিয়েট লিঙ্ক ও মেম্বারশিপের মাধ্যমে বাড়তি আয় করার সুযোগ রয়েছে।

অনেক ক্রিয়েটর ভিউ থেকে কম অথচ ব্র্যান্ড ডিল থেকে বেশি আয় করেন। তাই লক্ষাধিক ভিউকে কোনোভাবেই আয়ের চূড়ান্ত মানদণ্ড হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

ক্রিয়েটর স্বীকৃতি

গোল্ডেন বাটন হলো ইউটিউবের ক্রিয়েটর স্বীকৃতি। ১০ লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করলে একটি চ্যানেলকে এই স্বীকৃতি দেওয়া হয়। সাবস্ক্রাইবার সংখ্যাভিত্তিক হয়ে থাকে; ভিউকেন্দ্রিক নয়। লাখের বেশি সাবস্ক্রাইবার হলে সিলভার বাটন, ১০ লাখ সাবস্ক্রাইবার হলে গোল্ডেন বাটন, এক কোটি সাবস্ক্রাইবার হলে ডায়মন্ড বাটন। এর থেকেও বেশি সাবস্ক্রাইবার হলে রেড ডায়মন্ড স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেয় ইউটিউব কর্তৃপক্ষ। উল্লিখিত তথ্য নতুন ইউটিউবারদের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে তারা শুধু ভিউ নয়, সাবস্ক্রাইবার ও অন্য সব আয় করার কৌশল রপ্ত করতে পারবে।

সর্বশেষ

জনপ্রিয়