শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫, ১০ জানুয়ারি ২০২৬

ইন্দোনেশিয়া ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক বন্ধ

ইন্দোনেশিয়া ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক বন্ধ

ইন্দোনেশিয়ার সরকার শনিবার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোক-এর প্রবেশাধিকার সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে। দেশটির যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রী মেউতিয়া হাফিদ বলেন, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এআই দিয়ে তৈরি পর্নোগ্রাফিক কনটেন্ট নিয়ে গভীর উদ্বেগের কারণে।

তিনি বলেন, গ্রোক ব্যবহার করে নারীদের এবং শিশুদের ছবি যৌনভাবে উপস্থাপন করার সুযোগ তৈরি হয়েছে, যা মানবাধিকার ও ডিজিটাল নিরাপত্তার গুরুতর লঙ্ঘন। সরকার সম্মতি ছাড়া ডিপফেক কনটেন্ট তৈরিকে সম্পূর্ণভাবে অবৈধ হিসেবে দেখে এবং এ ঝুঁকি থেকে নাগরিকদের সুরক্ষিত রাখতে চায়।

জাকার্তায় সাংবাদিকদের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত গ্রোকের এক্স অ্যাকাউন্ট এখনও সক্রিয় ছিল এবং বহুভাষায় প্রশ্নের জবাব দিচ্ছিল। ইউরোপীয় কর্মকর্তারা এবং প্রযুক্তি-বিষয়ক বিশেষজ্ঞরা গ্রোকের কিছু ফিচার কেবল অর্থপ্রদানের গ্রাহকদের মধ্যে সীমিত করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

গত সপ্তাহে এ বিষয়ে ইলন মাস্ক জানিয়েছিলেন, গ্রোক ব্যবহার করে যারা অবৈধ কনটেন্ট তৈরি করবে, তাদের একইভাবে আইনগত শাস্তির মুখোমুখি হতে হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়