শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৪:০৭, ২ জানুয়ারি ২০২৬

এনইআইআর নিয়ে উদ্বেগ: অজান্তেই এনআইডি দিয়ে ডজন ডজন নিবন্ধন

এনইআইআর নিয়ে উদ্বেগ: অজান্তেই এনআইডি দিয়ে ডজন ডজন নিবন্ধন

জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে একাধিক মোবাইল ফোন নিবন্ধনের বিষয়টি নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। দেশের মোবাইল রেজিস্ট্রেশন ব্যবস্থায় এনইআইআর (NEIR) সংক্রান্ত তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ অনেক ব্যবহারকারী অজান্তেই নিজের NID দিয়ে একাধিক মোবাইল ফোন রেজিস্ট্রেশন করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, একাধিক মোবাইল নিবন্ধন নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এবং কারও ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের সম্ভাবনা বাড়ায়। তাই দেশের সিটি কর্পোরেশন এবং টেলিযোগাযোগ কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

ব্যবহারকারীরা এখন সহজেই ঘরে বসেই যাচাই করতে পারবেন কতটি মোবাইল তাদের NID দিয়ে নিবন্ধিত আছে। এছাড়া নিজের মোবাইল বৈধভাবে নিবন্ধিত কি না, তা চেক করা সম্ভব।

কিভাবে চেক করবেন:

NEIR ওয়েবসাইটে
 গিয়ে Registration মেনুতে ক্লিক করুন।

প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।

লগইন করলে দেখা যাবে কতটি মোবাইল আপনার NID দিয়ে নিবন্ধিত।

নিজের মোবাইল বৈধ কিনা তা যাচাই করতে Check Your Phone’s Verification Status instantly অপশনে গিয়ে ফোনের IMEI নাম্বার দিন।

IMEI নাম্বার জানার জন্য: ফোনে ডায়াল করুন *#06#

বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, ব্যক্তিগত NID তথ্য কারও সঙ্গে শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। একাধিক মোবাইল রেজিস্ট্রেশন হলে তা অপব্যবহারের ঝুঁকি বাড়ায়।

সর্বশেষ

জনপ্রিয়