আপনার এনআইডি দিয়ে কয়টি মোবাইল নিবন্ধিত, জানবেন যেভাবে
এখন ঘরে বসেই জানতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে কতটি মোবাইল ফোন নিবন্ধিত আছে। একইসাথে সহজে যাচাই করা সম্ভব যে, আপনার মোবাইল বৈধভাবে নিবন্ধিত কি না।
ব্যবহারকারীরা কয়েকটি সহজ ধাপে নিজের ফোনের নিবন্ধন অবস্থা চেক করতে পারবেন। নিচের ধাপগুলো অনুসরণ করুন:
প্রথমে এই ওয়েবসাইটে যান।
হোমপেজের ডানপাশে থাকা Registration মেনুতে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্ম খুলবে।
ফর্মে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।
নাম দেওয়ার সময় কোন স্পেস ব্যবহার করবেন না।
ইউজার আইডি তৈরির সময় ছোট হাতের অক্ষর এবং সংখ্যা ব্যবহার করুন।
১০-সংখ্যার NID থাকলে Smart ID অপশন ব্যবহার করুন।
১৩ বা ১৭-সংখ্যার NID থাকলে NID অপশন সিলেক্ট করুন।
রেজিস্ট্রেশন শেষ হলে লগইন করে বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
আপনার মোবাইল ফোন বৈধভাবে নিবন্ধিত কিনা তা চেক করতে চাইলে, ওয়েবসাইটে বাম পাশে থাকা Check Your Phone’s Verification Status instantly অপশনে যান। সেখানে আপনার মোবাইলের IMEI নাম্বার দিয়ে বাটনে ক্লিক করুন।
IMEI নাম্বার জানার জন্য: ফোনে ডায়াল করুন *#06#
এভাবে সহজেই নিজের মোবাইল নিবন্ধন এবং বৈধতা যাচাই করা সম্ভব।





































