আড়াই হাজারেও মিলছে না ১৩০৬ টাকার এলপিজি সংকট বাড়ছেই
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। বিশেষ করে গত রবি ও সোমবারের তুলনায় গতকাল বুধবারের পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। ১২ কেজির সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১ হাজার ৩০৬ টাকা হলেও তা মিলছে না আড়াই হাজার টাকাতেও। প্রশাসনের পক্ষ থেকে দাম নিয়ন্ত্রণে অভিযান জোরদার করার পর অনেক ডিলার, সাব-ডিলার ও খুচরা বিক্রেতা তাদের দোকান বন্ধ রেখেছেন। ফলে সংকট আরও ঘনীভূত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
পাইপলাইনের গ্যাস সংযোগ না পাওয়ায় ২০১০ সাল থেকে দেশের একটি বিশাল জনগোষ্ঠী রান্নার জন্য বিকল্প হিসেবে এলপি গ্যাসের ওপর নির্ভরশীল। এ পরিস্থিতিতে আবাসিকে এলপি গ্যাসের গ্রাহক কয়েকগুণ বেড়েছে। কিন্তু এক সপ্তাহের বেশি সময় ধরে বাজারে এলপি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। নির্ধারিত দামের দ্বিগুণ টাকা দিয়েও এলপি গ্যাস পাওয়া যাচ্ছে না। ১৩০৬ টাকা মূল্যের ১২ কেজির সিলিন্ডার গত দুদিন দুই হাজার টাকায় পাওয়া গেলেও এখন আড়াই হাজার টাকায়ও মিলছে না। এতে বিপাকে পড়েছেন বাসাবাড়ির এলপি গ্যাস ব্যবহারকারীরা এবং এলপিজিনির্ভর ছোট ব্যবসায়ীরা।
সরেজমিন ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে গতকাল এলপি গ্যাসের দোকান বন্ধ পাওয়া গেছে। আশপাশের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই এলপি গ্যাস কিনতে এসে ফিরে যাচ্ছেন। ফোন দিয়ে অনেকে গ্যাসের জন্য অনুরোধ করছেন। তবে ভোক্তা অধিদপ্তরের লোকজন আসে। তাই দোকান বন্ধ রেখেছেন মালিকরা। জানা গেছে, কোনো কোনো দোকানদার পরিচিতদের বাসায় গ্যাস পৌঁছে দিচ্ছেন। তবে দাম নিচ্ছেন প্রায় দ্বিগুণ। ঢাকার বাইরে জেলা-উপজেলা পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, মোবাইল কোর্টের ভয়ে গ্যাস বিক্রি বন্ধ রেখেছেন অনেক বিক্রেতা।





































