শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৯, ১৬ জানুয়ারি ২০২৬

শাবিপ্রবি শাকসু নির্বাচন অনুমোদন, ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে

শাবিপ্রবি শাকসু নির্বাচন অনুমোদন, ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে

নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের অনুমোদন দিয়েছে। নির্বাচন পরিচালনা অধিশাখা-২ এর উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আচরণবিধি যথাযথভাবে মেনে আগামী ২০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে জাতীয় নির্বাচনের কারণে দেশের সব প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক নির্বাচন স্থগিত থাকায় শাকসু নির্বাচনও বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। দীর্ঘ ২৮ বছর পর ভোটের প্রস্তুতি নেওয়া ক্যাম্পাসে শিক্ষার্থীরা স্থগিতাদেশের প্রতিবাদে কয়েকদিন ধরে বিক্ষোভ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিল।

অনুমোদনের খবর পেয়ে ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ভিপি পদপ্রার্থী শিশির আহমেদ বলেন, “শাকসু শিক্ষার্থীদের প্রাণের দাবি। অবশেষে জটিলতা কাটলো, আমরা খুবই খুশি।”

শিক্ষক সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’-এর অধ্যাপক মামুন বলেন, “শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও আবেগ আমরা দেখেছি। এখন সবাই সুষ্ঠু নির্বাচন আশা করছে।”

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নির্বাচন আয়োজনের কোনো আইনি বাধা নেই এবং রিটার্নিং অফিসার দ্রুত চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবেন।

সর্বশেষ

জনপ্রিয়