শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০২, ১৪ জানুয়ারি ২০২৬

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া আরও কঠিন

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া আরও কঠিন

অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দেশটি বাংলাদেশসহ কয়েকটি দক্ষিণ এশীয় দেশের শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম আরও কঠোর করেছে। ভিসা আবেদনে অসততা ও জালিয়াতির ঝুঁকি বেড়েছে এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজ ডটকম ডট এইউ-এর এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশকে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে এভিডেন্স লেভেল-২ থেকে এভিডেন্স লেভেল-৩ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এভিডেন্স লেভেল হলো অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা ব্যবস্থায় বিভিন্ন দেশের ঝুঁকি মূল্যায়নের একটি মাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর অস্ট্রেলিয়ায় ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই এই চারটি দক্ষিণ এশীয় দেশ থেকে গেছেন। ফলে এই অঞ্চলের শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম এখন আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়